নগরীতে ৩১টি যানবাহন আটক, ২৩টি মামলা দায়ের, ৩৮ হাজার টাকা জরিমানা

8
লকডাউনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান।

স্টাফ রিপোর্টার :
নগরীতে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় গতকাল শুক্রবার ২৩ টি যানবাহনে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৩১ টি যানবাহন। এছাড়া ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে ৩৮ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে।
পুলিশ আরও জানায়, এরই ধারাবাহিকতায় লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে সিএনজি ১৩টি, মোটরসাইকেল ৫টি, প্রাইভেট কার ১টিসহ সর্বমোট ২৩টি মামলা এবং সিএনজি ১২টি, মোটরসাইকেল ৬টি, প্রাইভেট কার ১টি, অন্যান্য ১২টিসহ মোট ৩১টি যানবাহন আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসঙ্গত, কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় যানবাহনে মামলা, আটক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।