দেশের চলমান অস্থিতিশীলতা নিরসন ও ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব থেকে উত্তরণের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার দুপুর ১২টায় চেম্বার বিল্ডিং এর সম্মুখে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে এক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে ব্যবসায়ীরা জাতীয় পতাকা ও “সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও” স্লোগান সম্বলিত ব্যানার ও প্লে-কার্ড নিয়ে চেম্বার বিল্ডিং এর সম্মুখে উপস্থিত হন। সিলেট চেম্বারের পরিচালক জনাব নুরুল ইসলামের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এ সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিগত একমাসের অধিক সময়ে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ হাজার কোটি টাকা। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা ব্যাংক লোন গ্রহণ করে ও নিজস্ব পুঁজি খাটিয়ে সরকারের ভ্যাট, ট্যাক্স আদায় করে নিজেদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে থাকেন। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ব্যবসায়ীদের গুরুত্ব অপরিসীম। তাই ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করে কখনই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার সিপার আহমদ, মোঃ সাহিদুর রহমান, মোঃ লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, এ টি এম শোয়েব, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মোঃ এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী ও মোঃ বশিরুল হক। অবস্থান কর্মসূচীতে ধন্যবাদ জ্ঞাপন করে সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন। এ সময় সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মধ্যে সিলেট কয়লা আমদানীকারক গ্র“প, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট শাখা, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট্স এন্ড পেট্রোল পাম্প ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি, করিম উল্লাহ্ মার্কেট ব্যবসায়ী সমিতি, সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতি, হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতি, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতি, হাছান মার্কেট ব্যবসায়ী সমিতি, আল-হাম্মাদ ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতি, সিলেট কম্পিউটার এসোসিয়েশন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতি, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতি, নয়াসড়ক ব্যবসায়ী সমিতি, জেল রোড ব্যবসায়ী সমিতি, সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতি, লালদীঘিরপাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক শিল্পোদ্যোক্তা সমিতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, প্ল্যানেট আরাফ ব্যবসায়ী সমিতি, উত্তর সুরমা ব্যবসায়ী সমিতি, সিলেট ভোগ্যপণ্য পরিবেশক গ্র“প, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম, বিশ্বনাথ বাজার ব্যবসায়ী সমিতি, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতি, মেট্রোসেন্টার ব্যবসায়ী সমিতি, রাইছ মিল মালিক সমিতি, সিলেট বিভাগ ইলেক্ট্রনিক্স টেকনিশিয়ান কল্যাণ সমিতি, ট্যাংক-লরী মালিক সমিতি, সিলেট বিভাগ, ক্যাটারার্স গ্র“প অব সিলেট, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, আখালিয়া নববী মার্কেট ব্যবসায়ী সমিতি, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতি, লন্ডন ম্যানশন ব্যবসায়ী সমিতি ও সিলেটের বিভিন্ন ছোট-বড় মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ মার্কেট ও সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা, ব্যানার ও প্লে-কার্ড নিয়ে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি