আব্দুল্লা আল-মাসুম দিপু
যখন আমি ছোট ছিলাম
ভাবতাম কবে বড় হবো,
বড় ভাইদের মতো তখন
দিব্বি আমি ঘুরবো ফিরবো।
এখন বড় হওয়ার পরে
স্বাধীনতা দেখি হারিয়ে গেছে,
জটিল এই পৃথিবীতে আমি
মিথ্যে শুধু আছি বেঁচে।
আজকে আমি হাপিয়ে গেছি
সমাজের কঠিন নিয়মের ভীড়ে,
তাই অবুঝ সেই ছেলেবেলা
আবার আমি চাইছি ফিরে।
আর কি আমি পাবো না ভাই-
মাটির সাথে মিশে যেতে?
আবার গাছের মগডালে উঠে
ভয়ে ভয়ে পুকুরে সেই ঝাঁপ দিতে?
পাবো না কি আদর গুলো
সবাই তখন করতো যেমন?
ছেলেবেলা আসলে ফিরে
তবেই জানি পাবো এমন।
সম্ভব কি আর ফিরে পাওয়া
সেই দুষ্টু-মিষ্টি ছেলেবেলা?
সত্যি যদি যেতো পাওয়া
বসতো মনে আনন্দ মেলা।
হঠাৎ যদি যেতো রে ভাই
ছেলেবেলা পাওয়া ফিরে,
এক কথাতেই সবার আগে
আমি বুঝি নিতাম ফিরে।