বৃক্ষশূন্য সিলেট বেতারকেন্দ্র, প্রতিবাদে আজ বাপা’র মানববন্ধন ও নাগরিক প্রতিবাদ

17

সিলেট বেতারকেন্দ্রকে বৃক্ষশূন্য করে অনিয়মের মাধ্যমে ১৪৩টি গাছ কাটার ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় নগরীর মীরের ময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সম্মুখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে ও সকল বৃক্ষপ্রেমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ । এতে সকল বৃক্ষপ্রেমিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বাপা সিলেট শাখার সহ-সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববুদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী। সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ি কোন প্রতিষ্ঠানের গাছ বিক্রি কিংবা কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। সরকারের বৃক্ষ রক্ষার এই বিধিবিধান সর্বসাধারণের জ্ঞাতার্থে বেতার থেকে নিয়মিত প্রচার করা হয়। সেই বেতার বাংলাদেশের সিলেট কেন্দ্র বিধিবহির্ভুত ভাবে বৃক্ষনিধন করে নজীরবিহীন অপরাধ করেছে। যা কোনভাবেই মেনে নেয়ার মত নয়। তিনি, সরকারী প্রতিষ্ঠানের এমন গাফিলতির কঠোর প্রতিবাদ ও সরকারী বিধি অবজ্ঞা করে ১৪৩টি গাছ কাটার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আয়োজিত কর্মসূচীতে সকল সচেতন নাগরিকের অংশগ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি