বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় গরু চুরিসহ পৃথক ৩টি মামলার রায়ে আদালত ৮ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল রবিবার (৩০ জুন) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তিনটি মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভোগা গ্রামের এনাম উদ্দিনের গোয়ালঘর থেকে ২০১৭ সালের ১৬ আগস্ট চোরেরা দুইটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত রবিবার এ মামলার আসামী জামিল আহমদ, হাবিবুর রহমান ও চান মিয়াকে ৬ বছরের এবং কালা মিয়া ও আলম হোসেনকে ২ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
এদিকে একই আদালতের জিআর-২২/১৮ মামলার রায়ে আসামী কয়েছ আহমদকে বিভিন্ন ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
অপরদিকে জিআর-২৩০/২০১৬ মামলার রায়ে আসামী মুহিব উদ্দিন ও জুনেদ আহমদকে দন্ডবিধির একটি ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।
বড়লেখা আদালতের এপিপি এডভোকেট গোপাল দত্ত পৃথক ৩ মামলার রায়ে ৮ আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের রায় ঘোষণার সত্যতা স্বীকার করেন।