মুজাক্কির আলম
কবিকে যে নারী ভালোবাসে না
সে কখনই নারীর মর্যাদা পাবে না।
সে প্রেমিকা হতে পারবে না
রমণী হবে না, প্রিয়তমা হবে না
গল্পের নায়িকা হবে না
কল্পনার রাণী হবে না
তাকে নিয়ে কখনই কবিতা লিখা হবে না।
সে মরে যাবে, মৃত।
ধংসস্তুপে পড়ে থাকবে সে
সে প্রাণহীন, জীবন্তলাশ
রসকষ হীন তার কথা
তার চুলের কোন বর্ণনা থাকবে না
তার নাক মুখ চোখের কোন উপমা নেই
তার কোন আকার নেই, নিরাকার
বাতাসে মিশে যাবে, ধূলোবালির মত
পানিতে মিশে যাবে, কাদামাটির মত
তার কোন অস্তিত্ব থাকবে না
জনবহুল এ নগরে সে একঘরা
কেউ চোখ তুলেও থাকবে না তার দিকে
নিঃসঙ্গতা তার সঙ্গী
একাকীত্বে সে ঝরে পড়বে
যেভাবে ঝরে পড়ে নিঃসঙ্গ তারা
আর যে কবিকে ভালোবাসে সেতো মহান
ফলবান বৃক্ষের মত তার আয়ু
একেকটি ডালপালা ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘাকার হবে তার সীমা
তার জীবন হয়ে যাবে অনন্তকালের
কবিতায় উপমায় তার বর্ণনা
যুবকের ধ্যানে স্বপ্নে তার বাস
তাকে ভেবে হাজার বছর পরেও
কেটে যাবে কিছুকাল
কিছু যুবক পাগল হয়ে খুঁজবে
কিংবা আফসোসে আফসোসে কাটাবে যৌবন
উচ্চশিক্ষার প্রতিটি সিলেবাসে থাকবে সে
তাকে নিয়ে সাজানো হবে সভা সেমিনার
রচিত হবে কিছু বিশ্লেষণগ্রন্থ
বেঁচে থাকবে কিছু বিশ্লেষক
ডিগ্রি নেবে অনেকে
সে দূর থেকে মুচকি হেসে বলবে শুক্রিয়া।