কেমুসাস বইমেলায় বক্তৃতা প্রতিযোগিতা ॥ নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে

13

আমাদের নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। বিশেষ করে তাদের মেধার বিকাশের জন্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং এজন্য পূর্বপ্রস্তুতিও গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ত্রয়োদশ বইমেলার ১০ম দিনে গতকাল বক্তৃতা প্রতিযোগিতার সমাপনীতে বক্তারা এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ১৪ দিনব্যাপী বইমেলার বক্তৃতা প্রতিযোগিতায় বক্তব্যকালে বিচারকরা একথা বলেন। প্রতিযোগিতায় ক গ্রুপে মাহপারা হুসাইন উর্বানা প্রথম, লুবাবা হুসাইন দ্বিতীয়, ঐশ^র্য কুন্ডু শ্রেয়া তৃতীয় এবং খ গ্র“পে সৈয়দা রাইদা সাবাহাত দিয়ানাহ প্রথম, মো.ইউসুফ বিন আব্দুল আহাদ দ্বিতীয়, নিলয় কর তৃতীয় ও গ গ্র“পে ফাহিমা আলভী রহমান(রিফা) প্রথম, ফারিয়া তাহসীন প্রিয়া দ্বিতীয় স্থান অধিকার করে।
কেমুসাসর সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ও বইমেলা উপকমিটির সদস্যসচিব নাজমুল হক নাজুর সার্বিক তত্ত্বাবধানে এবং সহসভাপতি সেলিম আউয়ালের সঞ্চাালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, বিশিষ্ট লেখক মনোজবিকাশ দেব রায়, ছড়াকার মিলু কাসেম। এ সময় সংসদ কর্মকর্তাদের মধ্যে সহসভাপতি মুহাম্মদ বশিরুদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট আবদুস সাদেক লিপন উপস্থিত ছিলেন।
এদিকে বইমেলার ৭ম দিনে গত শনিবার হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি