এমসি কলেজে সাংস্কৃতিক সংগঠনের মহড়া কক্ষ ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

21

স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ ও মোহনার মহড়া কক্ষ ভাংচুরের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। গতকাল শনিবার কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি’কে প্রধান করে গঠিত এ কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের মহড়া কক্ষের দেয়ালের দরজা-জানালার পাশের অন্তত ১০টি জায়গায় ভাংচুর করে দুর্বৃত্তরা। পরদিন বুধবার কলেজ অধ্যক্ষের অনুপস্থিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জির নিকট মৌখিক অভিযোগ দেন সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এরপর বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঢাকা থেকে ফিরলে দুই সংগঠনের নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দেন। এ সময় কলেজের অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাংচুরের ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।