আমাদের গ্রাম

21

ফেরদৌসী খানম রীনা

আমাদের গ্রামটি দেখতে বড় বেশ,
সব সময় এখানে থাকে সুখের আবেশ।

মিষ্টি হাওয়া এখানে দেয় দোলা,
ছোট ছেলে-মেয়েরা সারাদিন করে খেলা।

নানান রঙের গাছে ভরা,
পাখিরা এখানে দেয় না ধরা।

পুকুর ভরা মাছের কথা বলবো কি আর!
সব গ্রামের সেরা গ্রাম নেইকো জুড়ি তার।

মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য,
আমাদের গ্রামের ঐতিহ্য।

সকল ধর্ম, বর্ণের লোক থাকে মিলেমিশে,
একে অন্যকে পরম ভালোবেসে।

নানা রঙের ফুল, পাখি আর প্রজাপতির মেলা
দেখে দেখে কেটে যায় সারা বেলা।

মাঠে মাঠে সোনালী ধানের ঢেউয়ের খেলা,
মনে জাগে স্বর্গ সুখের ভেলা।

পাখিদের কলকাকলিতে ভরে যায় প্রাণ,
সবাই তো পরম করুনাময়ের দান।

জ্ঞানী-গুণী ভালো মানুষ আছে কত জন,
তাদের ভালোবাসায় কেড়ে নেয় মন।

সব মিলিয়ে অপূর্ব সুন্দর আমাদের গ্রাম,
হৃদয় মাঝে গাঁথা আছে মধুপুর তার নাম।..