জিল্লুর রহমান পাটোয়ারী
মেঘের মেয়ে মেঘের মেয়ে,
কোথায় তুমি থাকো –
বর্ষা এলে রংবেরঙের,
শুধুই ছবি আঁকো।
রূপ যে তোমার বহুরূপী,
রাগো আবার হাসো।
বর্ষা এলে খেলা কর,
নদীর জলে ভাসো।
তোমার রূপে মুগ্ধ হলো,
আষাঢ় শ্রাবণ মাস –
ও মেঘের মেয়ে বল তুমি,
কোথায় তোমার বাস।
রাগলে তোমায় ভালো লাগে,
তুমি রূপের বন্যা –
তোমার রূপে মুগ্ধ বর্ষা,
ওগো মেঘের কন্যা।