আশরাফ আলী চারু
বহুদিন পর হা-ডুডু খেলা হচ্ছে আমার গাঁয়ে
হৃদয় টানে পড়ছি মেলা ইচ্ছে মনের বাঁয়ে।
দেখতে হবে এই আশাতে যখন ধরি পথ
লোক সমাগম কল্পনাতে ব্যর্থ মনো-রথ।
ভাবছি অতি খোজছি কারণ- খেলায় এত লোক ?
শুনছে না কেউ কোন বারণ খেলায় দিতে চোখ।
বুঝতে পেলাম অবশেষে হচ্ছে কেন এমন-
বিলুপ্তপ্রায় এই খেলা যে কাড়ছে সবার মন।
জাতীয় মানের এই খেলাটি ভুলছি যেন সবে
পরের খেলায় মন দিয়েছি হুশ হবে যে কবে ?