পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই ———————-বদরুল ইসলাম শোয়েব

34

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ আবশ্যক। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করতে ধর্ম শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি কোমলমতি শিশুদের সাথে ভাল আচরণে উদ্ধুদ্ধ করে উৎসাহিত করার শিক্ষক অভিভাকদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে নগরীর বালুচর পয়েন্টস্থ সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে টুলটিকর ইউনিয়নের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুলটিকর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শিরিন আক্তারের সভাপতিত্বে এবং ওয়ার্ড সদস্য শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আলী হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলেন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইউসুফ আলম, শেখ মো. আব্দুল আজিজ, মোহম্মদ আব্দুর রব, মো. মোস্তাফিজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মো.জসীম উদ্দিন, মাওলানা আতাউর রহমান, রাজা মেম্বার, আব্দুল মালিক মেম্বার, মনসুর আহমদ, সজলা দেবনাথ, মো. ওমর ফারুক, ইকবাল চৌধুরী, সেলিনা আক্তার, সদস্য সচিব শীর্ষেন্দু বিকাশ সেন, শিউলি আক্তার, শাহনাজ পারভীন, রাফিয়া বেগম, আশিকুর রহমান, সুহিন চৌধুরী, আমিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি