মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী ২৬ জুন আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র সমূহের সংগঠন (নারকস)। রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানবন্ধনে নারকস’র সভাপতি মঞ্জুর আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষন চক্রবর্তী, সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যক্তি, পরিবার ও সমাজে ব্যাপকভাবে সচেতনা সৃষ্টি করতে হবে। মাদকের কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে সমাজ ও দেশে। যুব সমাজকে মাধকের ভয়াল ঘ্রাস থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক দেশ, ব্যক্তি ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নারকস’র সাধারণ সম্পাদক সৈয়দ খিজির হোসেন এনু, অর্থ সম্পাদক আলম হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক মির্জা জাফর আহমদ, নুরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আং মুনায়েম তুয়েল, ফারুক আহমদ, দুলাল আহমদ, শিপন আহমদ, নিশাত আহমদ, মান্নান আহমদ ইমন, মামুন ইবনে রাজ্জাক রাসেল। বিজ্ঞপ্তি