নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

13

সিলেট সদর উপজেলা পরিষদের একটি হল রুমে ১২ ও ১৩ জুন ২ দিনব্যাপী নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কতৃক এর উদ্যোগে সদর উপজেলা ৮টি ইউনিয়নের নির্বাচিত নারী জন প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নারী রাজনীতিক সামাজিক ক্ষমতায়ন স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের নারীর অবস্থা- অবস্থান। রাজনৈতিক দলে নারীর অবস্থা – অবস্থান স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর দায়িত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এ সময় তিনি উপস্থিত হয়ে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সকলের মাঝে উপস্থাপন করেন এবং সকলকে নিজ নিজ এলাকায় সেবামূলক কাজে অবদান রাখার মাধ্যমে নিজেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এস ডি সি এবং হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও প্রিপট্রাস্ট প্রশিক্ষণটির আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন ক্লাস্টার ক্যাপসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা সমন্বয়কারী মোছাঃ কোহিনুর বেগম, কো অর্ডিনেটর ফিন্যান্স সালমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি