সিলেটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথির বক্তব্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শিশুরা এমনিতেই পর্যাপ্ত খাবার খায় না। তাই গৃহীত খাদ্যের একটা অংশ কৃমির কারণে অপচয় হলে তা শিশুদের তীব্র স্বাস্থ্যহানি ঘটায়। সুতরাং শিশুরা যেন কৃমির কারণে অপুষ্টিতে না ভোগে, সে লক্ষ্যে মা-বাবাকে সচেতন হতে হবে। আমরা একটু সচেতন হলে কৃমি নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের নতুন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মনীর, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন, ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক প্রমুখ। বিজ্ঞপ্তি