স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা।
গতকাল বুধবার বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীগণ। কর্মসূচি পালনে আওয়ামী লীগ, বিএনপিসহ সর্বস্তরের জনতা একাত্মতা ঘোষণা করেন।
অবরোধের সময় স্থানীয় জনতা বলেন, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নাজিরবাজার এলাকাবাসীর সাথে বিমাতা সুলভ আচরণ করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসেও বারবার লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট নাজিরবাজার ব্যবসায়ীসহ এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলার কাশিকাপন বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফয়জুল্লাহ বলেন, বিদ্যুতের কোন ঘাটতি নেই। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে ৩৩ কেভি একটি লাইনে ১৩/১৪টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছু বিঘœতা সৃষ্টি হয়েছে। তবে আমরা বিকল্প উপায়ে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি।