পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
সীমান্ত এলাকার পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের ডবলছড়া জিরো পয়েন্টে পাওয়া চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ চাতলাপুর চেকপোষ্ট দিয়ে বিজিরি কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোষ্ট এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিকাল ৩ টায় লাশ হস্তান্তর করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষে চাতলাপুর কোম্পানী কমান্ডার ল্যান্স নায়েক মনোয়ার হোসেন চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশটি গ্রহন করেন। পরে কুলাউড়া থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম লাশটি গ্রহন করে নিহতের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর শনিবার বেলা দুইটার পর পাহাড়ি এলাকায় জালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দুই শ্রমিক রাধে শ্যাম ভর (৩৫) ও দিলিপ পাশী (৩৫) নিখোঁজ হয়েছিল। ৫ দিন পর গত বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ উপজেলার ডবলছড়া সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের ১৮৭৩ নং খুঁটি সংলগ্ন ভারতীয় অংশে চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ পড়ে থাকতে পাওয়া যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ গ্রহনের সত্যতা নিশ্চিত করেছেন।