মজনু মিয়া
রোজা এলে বিকেল বেলা
মুখ রোচক সব খাবার,
হরদমে কিনে নেয় সবাই
কিনে করে সাবার।
পিঁয়াজু বেগুনী বোটে
অনেক রকম ভাজা,
সিরিয়ালে কিনে সবাই
গরম গরম তাজা।
গ্যাস বাড়ে তাও খায় সবাই
টেষ্টি রোজা মুখে,
সবার তো আর টাকা নাই তা
কিনবে আছে দু’খে!
অভাবী গরীব দুঃখীদের
পারলে কিছু দাও,
তবেই তোমার রোচি বাড়বে
আনন্দে তা খাও।