আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ১২ মার্চ শনিবার সকাল ১১টায় চেম্বার কনফারেন্স হলে সিলেটের ব্যবসায়ীদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে প্রতিবছর জাতীয় বাজেটে প্রস্তাবনা প্রেরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে সকল সেক্টরের ব্যবসায়ীদের পরামর্শ ও সুপারিশক্রমে প্রস্তাবনা প্রেরণের জন্য অদ্যকার সভা আহবান করা হয়েছে। তিনি বলেন, আমদানি-রপ্তানি, ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা প্রায়শই সমস্যার সম্মুখীন হন। এসব বিষয়ে আলোচনাক্রমে সুচিন্তিত প্রস্তাব প্রেরন করা হলে তা ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক হবে। তিনি সকল সেক্টরের ব্যবসায়ীদের নিজ নিজ সেক্টর থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার অনুরোধ জানান। তিনি জানান, আগামী ১৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রাক-বাজেট আলোচনা সভায় অংশগ্রহণ করতে সিলেটে আসবেন। অদ্যকার সভায় ব্যবসায়ীদের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবনা সমূহ প্রাক-বাজেট আলোচনা সভায় উত্থাপন করা হবে।
সভায় বক্তাগণ বলেন, সিলেটে ব্যক্তিগত কর আপীলের জন্য বেঞ্চ রয়েছে, কিন্তু কোম্পানীর ক্ষেত্রে আপীলের কোন বেঞ্চ নেই। সিলেটের কোম্পানী শ্রেণীর করদাতাদের আপীলের জন্য একটি বেঞ্চ ও কর আপীল ট্রাইব্যুনাল গঠন করা একান্ত প্রয়োজন। এছাড়াও ভ্যাট আপীলের কোন সুযোগ সিলেটে না থাকায় ব্যবসায়ীগণকে ভ্যাট বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক ও সাবেক সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মোঃ আব্দুস সামাদ, ফাহিম আহমদ চৌধুরী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশিদ চৌধুরী, পরিচালক মুয়াম্মির হোসেন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি শাহ আলম ও নাসিম হোসেইন, সাবেক পরিচালক মোঃ সাহিদুর রহমান, সদস্য আব্দুল হাদী পাবেল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, এডভোকেট মোঃ মাজহারুল হক, ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন, নাফিস জুবায়ের চৌধুরী, মোঃ খোবেব হোসেন, আক্তার চৌধুরী রুবেল, মোঃ আবুল কালাম, নিয়াজ মোঃ আজিজুল করিম, শোয়েব আহমেদ (অভি), জুবায়ের আহমেদ চৌধুরী, হুমায়ুন কবির লিটন এবং বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি