কাতারে অনুষ্ঠিত ২৫ তম শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার লালটেক গ্রামের বাসিন্দা আব্দুল ইসলামের দ্বিতীয় পুত্র শিশু হাফিজ মো: সাইদ ইসলাম মাহি (১৩)। ৩ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ২৬ জন প্রতিযোগীর মধ্যে সে প্রথম স্থান অধিকার করে। উল্লেখ্য এ প্রতিযোগিতায় ৪টি দেশের মধ্যে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।
শিশু হাফিজ মোঃ সাঈদ ইসলাম মাহি কাতারে একটি প্রাইভেট হাফিজিয়া মাদরাসায় অধ্যায়নরত। হিফজুল কুরআন প্রতিযোগিতায় চার টি দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে মাহী। সে স্ব পরিবারে কাতারে বসবাস করে।
কাতারে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটি ২০১৮-এর প্রতিযোগিতাটি সংগঠিত করে।
কাতারে ইসলমী বিষয়ক প্রতিমন্ত্রী এইচ এইচ ড. গণিত বিন মুবারক আল কুওভারী কাছ থেকে প্রথম পুরস্কার ১ লক্ষ রিয়াল (২৩ লক্ষ ৫০ হাজার টাকা পায়) গ্রহণ করে। সে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে সকলের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি