কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে পূর্ব শত্র“তার জের ধরে দুই পক্ষের মাঝে সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১জন নিহত ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত রহিম উদ্দিন (২৫) লাকী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার তোয়াকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকী গ্রামের মুতলিবের ছেলে রহিম গংদের সাথে জলমহাল (বিল) বিক্রয়ের টাকা নিয়ে প্রায় বছর খানেক সময় ধরে একই গ্রামের মছব্বির ও কছির গংদের বিরোধ চলে আসছিল। গত রবিবার সন্ধ্যায় মছব্বির ও কছিরসহ কয়েকজন মিলে তোয়াকুল বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাজারের কাছাকাছি এলাকায় পৌছলে পূর্ব শত্র“তার জের ধরে সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা রহিম ও তার সহযোগীরা মছব্বিরদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষে সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে রহিম উদ্দিন ও মছব্বিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রহিম উদ্দিনের মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
সংঘর্ষে ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানিয়েছেন।