কানাইঘাটে হামলায় ৮ জন আহত

169

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রামের বাড়ীর সীমানার বিরোধ নিয়ে গতকাল রবিবার সকাল ৬টার দিকে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধ নিয়ে প্রবাসী ফারুক আহমদের হুকুমে একই পরিবারের ৮ জন সহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৫ জন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানা যায় ধর্মপুর গ্রামের মৃত হাজী ছৈয়দুন আলীর পুত্র ব্যবসায়ী আব্দুল মুছব্বিরের সাথে তারই ছোট ভাই মৃত আব্দুন নূরের ছেলেদের মধ্যে বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ ছিল। চাচা ও ভাতিজাদের মধ্যে এ বিরোধ কে কেন্দ্র করে প্রতিহিংসা পরায়ন হয়ে সংঘর্ষের দিকে ঠেলে দেন আব্দুল মুছব্বিরের সমন্দিক সৌদি প্রবাসী সদর ইউপির কান্দেবপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ফারুক আহমদ। বুধবার সকাল ৬টার দিকে বোনের জামাইর বাড়ীতে দলবল নিয়ে হাজির হন প্রবাসী ফারুক। তিনি বোন জামাই মুছব্বিরের পক্ষ নিয়ে ভাগ্নাদের নিয়ে বাড়ীর সীমানার খুঁটি উপড়ে ফেললে মুছব্বিরের ভাতিজা ফখরুল ইসলাম (৩০) খুঁটি উঠাতে নিষেধ করলে প্রবাসী ফারুক ও তার লোকজন ফখরুল কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে উঠানে ফেলে রাখে। ভাই বাচাতে এগিয়ে আসলে বাড়ীতে থাকা গিয়াস উদ্দিন (২৬), রিয়াজ উদ্দিন (২৪), কমর উদ্দিন (২০), বাহার উদ্দিন (১৮), মিনহাজ (১৬) ও তাদের মা খালেদা বেগম (৫০) সহ পরিবারের আরো ২ মহিলা আহত হন। এক পর্যায় রক্তমাখা গিয়াস উদ্দিন কেঁপে গিয়ে ফারুক কে লাঠি দিয়ে আঘাত করে গুরুত আহত করেন। আহতদের মধ্যে ফখরুল তার সহোদর ভাই গিয়াস, রিয়াজ, কমর ও প্রবাসী ফারুক কে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কানাইঘাট পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানিয়েছেন চাচা ও ভাতিজাদের মধ্যে বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ থাকলেও প্রবাসী ফারুক আহমদ পরিকল্পিত ভাবে বোনের বাড়ীতে এসে রক্তপাতের ঘটনা ঘটিয়েছেন।