ধরাধরপুরস্থ হযরত শাহ আরকুম আলী (রহ.) এর মাজারে ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপির আগমন উপলক্ষে প্রচারপত্র বিলি

42

দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নের ধরাধরপুর গ্রামের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ আরকুম আলী (রহ,) এর মাজার উন্নয়ন ও সংস্কার কাজ আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ.মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি এবং সিলেট-হবিগঞ্জ এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমাতুন কিবরিয়া কেয়া চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।
মাজার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধনীয় অনুষ্ঠান সফল করতে মাজার কমিটি ও স্থানীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ অংশ হিসেবে গতকাল শুক্রবার দক্ষিণ সুরমার আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কামাল উদ্দীন রাসেল এর নেতৃত্বে দক্ষিণ সুরমার চন্ডিপুল বাজার তেলিবাজার ও বদিকোনা এলাকায় ব্যাপক প্রচারপত্র বিলি করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ নিজাম উদ্দীন, বদরুল আলম তুহিন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগ নেতা শাহিন আহমদ, এমরান আহমদ, আতাউর রহমান সানী, আব্দুর রহমান অপু, বুরহান আহমদ কামরান, আবু সালেহ মুসা, আলী আহমদ জীবন, তোফায়েল ইসলাম রাব্বি, সাইদুল ইসলাম সানি, রুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি