সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড নালিয়া গ্রামে হাজার পরিবারের মানুষ পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া, পরিকল্পিত ড্রেন নির্মাণ, রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত জলাবদ্ধতা নিরসনের থেকে মুক্তির দাবিতে নলিয়া গ্রামবাসী উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার সময় শহরতলী নালিয়া পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাদ উল্লাহ, ছোয়াব আলী, বিলাল আহমদ, তাজুল ইসলাম, এনাম আহমদ, মুহিবুর রহমান, মোতলীব মিয়া, মোহাম্মদ আলী, করুণা শর্মা, বিন্দু শর্মা, মিন্ঠু শর্মা, আলাই মিয়া, স্বণা শর্মা, জিথেন্ট নার্থ, কনু নার্থ, অনিল নার্থ, শিল্পী সূর্য লাল নার্থ, আল-আমিন, শকিক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃষ্টি হলেই নালিয়া গ্রামবাসী হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে। প্রতি বছর বর্ষার শুরুতে জলাবদ্ধতায় ও পানিবন্দী হয়ে পরে গ্রামবাসী। বক্তারা আরোও বলেন, বর্ষা আসার আগেই বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। কোথাও কোথাও হাঁটু ও কোমর পানি জমে আছে। সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নালিয়া গ্রামে পানিতে ডুবে আছে। এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় জলাবদ্ধ এলাকাগুলোর অধিবাসী চর্ম ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হয়েছে। রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা না তাকায় বৃষ্টির পানিতে এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া, পরিকল্পিত ড্রেন নির্মাণ, রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত জলাবদ্ধতা নিরসনের থেকে মুক্তির দাবি করেন বক্তারা। বিজ্ঞপ্তি