বাংলাদেশের প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করতে সিলেট চেম্বার এর উদ্যোগে গত ১১ মার্চ রবিবার চেম্বার কার্যালয়ে এক সাক্ষাতকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কর্মক্ষম ও আগ্রহী ২৩ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করে। এ সময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, অনেক প্রতিভাবান প্রতিবন্ধী রয়েছেন যারা মনোবল ও আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখাপড়া ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি ও সুযোগ-সুবিধার অভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে বাধাগ্রস্ত হচ্ছেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব প্রতিবন্ধীদেরকেও দেশের উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, কর্মক্ষম প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রাপ্তির জন্য সিলেট চেম্বার প্রতিবন্ধীদের জীবন বৃত্তান্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করেছে। তিনি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের চাকুরী প্রদানের জন্য চাকুরীদাতা প্রতিষ্ঠানসমূহকে অনুরোধ জানান। সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ সাইদুর রহমান, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন, গোল্ডেন হার্ভেস্ট এর নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্ট্স লিঃ এর ব্যবস্থাপক মোঃ তসলিম উদ্দিন চৌধুরী, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের ম্যানেজার স্বপন মাহমুদ। এছাড়াও গোল্ডেন হার্ভেস্ট ফুড্স লিঃ, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ, রোজভিউ হোটেল, ফুলকলি ফুড প্রোডাক্ট্স, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন, হাজী মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশন, রূপশ্রী বিউটি পার্লারসহ আরো বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি