সিলেটে চার আলেম মনীষীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আজ

42

সিলেটের বিশিষ্ট চারজন আলেম জামিয়া মাহমুদিয়া সোবহানীঘাটের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শফীকুল হক আমকুনী (রহ.), জামিয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান (রহ.), জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া (রহ.) ও হযরত শাহপরান রহ. জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান (হাজীসাব হুজুর) (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট এর উদ্যোগে আজ ২৯ এপ্রিল সোমবার দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভা সফলের লক্ষ্যে সিলেটের নগরীর জামেয়া নূরীয়া ভার্থখলা, জামেয়া ইসলামিয়া দারুস সালাম, জামেয়া দারুল কুরআন সিলেট, ঝেরঝেরিপাড়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম ও শিক্ষকদের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন জামিয়ার মুহতামিম মাওলানা তোফায়েল আহমদ উসমানী।
জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট আয়োজিত জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন যথাক্রমে মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা মনসুরুল হাছান রায়পুরী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, হাফিজ শায়খ আব্দুল হান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের দরগাহপুর মাদরাসার মুহতামিম নুরুল ইসলাম খান, মামুনুল হক-ঢাকা, মোনাজাত পরিচালনা করবেন দারুল উলূম কানাইঘাটের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রীছ লক্ষ্মীপুরী।
এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, মাশায়েকে এযাম, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, কলামিস্ট ও স্কলারবৃন্দ বক্তব্য রাখবেন।
সভা সফলে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন জামিয়ার মুহতামিম মাওলানা তোফায়েল আহমদ উসমানী। বিজ্ঞপ্তি