আলোকোজ্জ্বল রবি

7

আশরাফ আলী চারু

একটা শিশু ছোট কালে
কোন দিকে সে ছুটে
মা বাবাকে দেখতে হবে
সবি খুঁটে খুঁটে।

কি হতে চায় বড় হয়ে
কোন শিশু কি খুঁজে
শিশুকালেই সব পাওয়া যায়
সব নেওয়া যায় বুঝে।

যে শিশুটা খেলার মাঠে
ছুটে বিকেল বেলা
সে শিশুটা হোক খেলোয়াড়
ছড়াক আলোর মেলা।

শিশুর মনের সকল কথা
বুঝতে হবে সবই
সব শিশুরাই তবে হবে
আলোকোজ্জ্বল রবি।