স্পোর্টস ডেস্ক :
আইসিসির আচরণ বিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক টিম পেইনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছ। সেই সাথে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এক্ষেত্রে নিষেধাজ্ঞাও পেতে পারতেন পেইন। এমন অপরাধে নিষেধাজ্ঞার বিধানও রয়েছে আইসিসির।
গত (সোমবার) শেষ হওয়া সিডনি টেস্টের তৃতীয় দিনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায়, অকথ্য ভাষা ব্যবহার করেন পেইন। যা মাঠের মাইক্রোফোনে ধরা পড়ে।
সিরিজের তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর বলে ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার বিপক্ষে ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন-ফিল্ড আম্পায়ার উইলসন তাতে সাড়া দেননি।
তবে পেইন রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার অক্সেনফোর্ড রিপ্লে দেখে নট-আউটের ঘোষণা দেন। তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে আইসিসির আচরণ বিধি ভঙ্গ করেন পেইন।