স্টাফ রিপোর্টার :
সিলেটে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর মাজার জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক জোট ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)।
রবিবার নতুন এ ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা মাজার জিয়ারত করেন। পরে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নতুন এ জোটের চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, ‘দেশের মানুষ বিভিন্ন কারণে আজ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদেরকে নির্বাচনমুখী করতেই তাদের জোট কাজ করে যাবে। এজন্য তারা নতুন কর্মসূচিও ঘোষণা করবেন।’
মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ৯টি সমমনা দলের সমন্বয়ে গত ২৫ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ফ্রন্টের সাথে যুক্ত কোনো দলেরই নিবন্ধন নেই। তবে নিবন্ধিত কয়েকটি দল তাদের ফ্রন্টে যোগ দিতে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এনডিএফ’ জোটের দলগুলো হচ্ছে- বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ. স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি এবং বাংলাদেশ আইডিয়েল পার্টি।
বিপিপির ভারপ্রাপ্ত মহাসচিব এস এম আলমগীর হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ফ্রন্টের সিলেট জেলা সমন্বয়ক ও বিপিপির প্রেসিডিয়াম সদস্য তালুকদার মো. মকবুল হোসেন। বক্তব্য রাখেন- ফ্রন্টের মহাসচিব জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানী, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ফ্রন্টের মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কনজারভেটিব পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি মাহবুব খোকন ও বিপিপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রফেসর সিদ্দিকুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নূর মো. সিরাজী। এছাড়া ফ্রন্টের আওতাভুক্ত দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।