নিজাম নুর জামালগঞ্জ থেকে :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে ৪ গ্রামের সাধারন কৃষকদের একটি রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জলিল পুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মাটি রাস্তা বিগত ৪৭ বছর যাবত উন্নয়নের ছোয়া পাইনি। নেই কোন উদ্যোগ নেই কোন প্রতিশ্রুতি। এই রাস্তা দিয়ে ইউনিয়নের রামপুর, জামলাবাজ, জলিলপুর ও গজারিয়া গ্রামের কয়েক হাজার কৃষক পাকনা, কাজ্জার বন হাওরে বোরো ফসল চাষ করে থাকেন। এতে প্রায় কয়েক হাজার একর জমি চাষ করেন ঐ এলাকার সাধারণ কৃষকগণ। একটি মাত্র রাস্তা দিয়ে বৈশাখী ফসল ঘরে তুলেন। চার গ্রামের মানুষের প্রাণের দাবী জলিলপুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত রাম্তা মেরামত করার জন্য স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ সরকারী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।
গজারিয়া হিন্দু পাড়ার কৃষক সুধাংশু বর্মন (৪৫), মন মোহন বর্মন (৮০), আব্দুল হাসিম (৬৫), রামপুর গ্রামের কৃষক তাজ উদ্দিন (৪০), জামলাবাজ গ্রামের কৃষক আলী আকবর (৯০), জলিলপুর গ্রামের কৃষক সফর আলী (৬০), আব্দুল কদ্দুস (৬০), আক্তার পপ (৩৮), আয়ুব আলী (৫০), সাহাব আলী (৫০), শহিদ মিয়া (৪৫), হাবিবুর রহমান (৫২), ইদ্রিস আলী (৬০), তাহের মিয়া (৭০) প্রমুখ। কৃষকরা বলেন আমরা হাওর বাসী বছরে এক ফসলী জমি বোর ফসল বটে। পাকনা হাওর হতে ধান কাটার পর বাড়ী নিয়ে আসতে আমাদের খুব বেশী কষ্ট পোহাতে হচ্ছে তাই আমরা ৪ গ্রামের সর্বস্তরের জনগণের দাবী ঐ রাস্তা নির্মাণ করে জন গণের সেবা এগিয়ে আসার জন্য। এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ বলেন রাস্তাটি অত্যন্ত জরুরী যদি বরাদ্দ পাই আগামী বছর ৪ কিমি কাজ করব। জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ও জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন বলেন, আমি যদি নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে ঐ ৪ গ্রামের একমাত্র রাস্তা যে ভাবেই হোক নির্মাণ করব ইনশাআল্লাহ, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে বিষয়টি অবগত করব। ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন, আগামী অর্থ বছরে জলিলপুর মেইন রাস্তা হতে কাজ্জার বন পর্যন্ত ৪ কিলো মিটার রাস্তার কাজ করার জন্য চেষ্টা করব।