স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমায় হঠাৎ করে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে উপজেলার জালালপুর ইউনিয়নের রিফাতপুর গ্রামের রাস্তায় গাড়ি আটকিয়ে দু’টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকাতরা। সর্বশেষ শনিবার দিবাগত রাত ২টার দিকে একই জায়গায় মাওলানা ফজলুর রহমান হেলালীসহ কয়েকজনের গাড়ি আটকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মাওলানা ফজলুর রহমান হেলালী জানান, তিনি রাতে কুলাউড়া থেকে ওয়াজ মাহফিল শেষ করে জালালপুরে নিজ বাড়িতে ফেরার পথে ডাকাতরা তাঁর গাড়ির গতিরোধ করে। এসময় রামদা, চাকুসহ বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর ব্যাগে থাকা ১৭ হাজার ২০০ টাকা, হাতঘড়ি ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় তাঁর গাড়ির চালককে ডাকাতরা মারধর করে। তিনি জানান, একইভাবে রশি দিয়ে বেঁধে আরও চারপাঁচ জনের টাকা ও মোবাইল ফোন নিয়ে য়ায় ডাকাত দল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, হঠাৎ করেই এখানে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে, এতে পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ বলেন, অনেকদিন যাবত এলাকায় এরকম ঘটনা ঘটেনি। মাত্র এক মাসের ব্যবধানে এ দুটি ডাকাতির ঘটনা উদ্বেগজনক। তিনি এই সড়কে পুলিশী টহল বৃদ্ধির দাবী জানান।
এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।