ছাতকে ছাত্রলীগে যোগদান করেছেন ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী

36

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী ছাত্রলীগে যোগদান করেছে বলে জানা গেছে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শরীক হতেই তারা ছাত্রলীগে যোগদান করেছেন বলে জানান। রবিবার দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরীর হাতে ফলের তোড়া দিয়ে এসব ছাত্রদল নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা ধন মিয়া, আওয়ামীলীগ নেতা কল্যানব্রত দাস প্রমুখ। যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীসহ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।