রমজান আলী রনি
হেমন্তকাল আসে যখন
মাঠে পাঁকে ধান
বিশ্বজুড়ে সুবাসিত
হেমন্তেরও গান।
পিঠে খাওয়ার বায়না যেনো
নতুন মাত্রা আনে
মায়ের হাতের গরম পিঠা
কি যে যাদু জানে!
মিষ্টি-মধুর সুখের মাতন
সবার ঘরে-ঘরে
দুঃখগুলো ছুটি নিয়ে
শিশির হয়ে ঝরে।
হালকা শীতে হেমন্তকাল
খোঁজে তারই রূপ
প্রকৃতিরও নীড়ে ভাসে
শুভ্র-ছায়ার ধূপ।