সিলেটে তৃতীয় ধাপে ৩ উপজেলা নির্বাচনে : চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

6

স্টাফ রিপোর্টার
সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সিলেট জেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। শনিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ পাঠ করান ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)
তৃতীয় ধাপে গত ২৯ মে সিলেট জেলায় ৩টি ও বিভাগে ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারেও অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
বিয়ানীবাজার: বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম পল্লব। ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার।
বালাগঞ্জ: বালাগঞ্জে চেয়ারম্যান পদে আনহার মিয়া। ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিস নেতা মাওলানা সৈয়দ আলী আছগর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবু আক্তার মনি।
ফেঞ্চুগঞ্জ: ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আশফাকুল ইসলাম শাব্বির। ভাইস চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া ইসলাম।