শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আগামী বছর ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সভাপতিত্ব করতে সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের অনুমতি ও উপস্থিত থাকার সম্মতি সাপেক্ষে আগামী ৮ জানুয়ারি বিকালে ক্যা¤পাসে ৩য় সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘সমাবর্তন সাবেক শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া। সকলের সহযোগিতায় আমরা এ সমাবর্তন আয়োজন করতে যাচ্ছি। আশা করি সুষ্ঠুভাবে এ অনুষ্ঠান স¤পন্ন করতো পারবো।’ এ সময় সফলভাবে এ সমাবর্তন স¤পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, গত ১ অক্টোবর থেকে সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এছাড়াও ওয়েবসাইট থেকে ৩য় সমাবর্তন স¤পর্কে বিস্তারিত জানা যাবে।