জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী গানে গানে কিছুক্ষণ ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে

110

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে কেক কাটেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর জাসাসের যৌথ উদ্যোগে আয়োজিত “গানে গানে কিছুক্ষণ” অনুষ্ঠান কেক কাটা ছাড়াও আমন্ত্রিত অতিথিদের স্মৃতিচারণ, কবিতা, আবৃত্তি, সঙ্গিত ও বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ভারতীয় সংস্কৃতির প্রবেশের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি যখন চিরতরে মুছে ফেলার পাঁয়তারা চলছিল ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের দেশের সংস্কৃতিকে বহি:বিশ্বে পৌঁছে দেন। নিজস্ব সংগীত, দেশীয় সংস্কৃতিকে দেশ ও দেশের বাহিরে তুলে ধরার জন্য জাসাস কাজ করে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয়ার জন্য দেশবাসীসহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশ না নিতে দেওয়া ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢাকার আদালতে তার বিরুদ্ধে চলা মামলার বিচারে তিনি নির্দোষ হওয়া সত্বেও যদি কোন শাস্তি প্রদান করা হয়, তবে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন নেতারা।
জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপি সহ-সভাপতি আশিক উদ্দিন, আমিরুজ্জামান দুলু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া চৌধুরী, মহানগর তাঁতীদল সভাপতি ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল মোমিন খোকন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সিটি কাউন্সিলার দিনার খান হাসু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী চৌধুরী।
এছাড়াও জাসাস নেতৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর জাসাসের সভাপতি মূসা রেজা চৌধুরী, জেলা ও মহানগর জাসাসের সহ-সভাপতিদের মধ্যে এডভোকেট ফখরুজ্জামান, মোস্তফা বেলাল লাহিন, অধ্যাপক কামিল আহমদ, রফিকুল বারী রোমান, শেখ আব্দুল কাদের, মামুনুর রশীদ লিটন, অধ্যাপক নুরুল আমিন, সৈয়দ মোয়াজ্জেম, আমিনুর রহমান জামিল, লুৎফুর রহমান মোহন, আব্দুল কাইয়ুম নাসিম, বাবর আহমদ, ইফতেখার আহমদ বিপুল, রাসেল আহমদ, আব্দুল করিম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, যুগ্ম সম্পাদক এইচ এম মুমিত, হারুনুর রশীদ, সি এম আরিফ, মশিউর মুন্না, আমীর হোসেন, আফজাল রিপন, জহির চৌধুরী, সৈয়দ ফয়সল আহমেদ, কয়সর চৌধুরী রনি, রফিকুল ইসলাম, টিপু ইমদাকুর রহমান, মহানগর জাসাসের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান, জাসাস নেতা নিষাদ রাশিদ, তুষার দেব, সাজন আহমেদ, জুবায়ের আহমেদ, একরাম উদ্দিন, এ এইচ সাদ প্রমুখ। বিজ্ঞপ্তি