সিলেটে লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. লুৎফুর রহমান। রবিবার সকাল সাড়ে ৯টায় নগরীর মানিকপীর রোডস্থ শিশু হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালের সেবার মান ও সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। পরে লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালনা পর্ষদেরা উপ-সচিবের কাছে শিশু হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সাথে হাসপাতালের উন্নয়নের জন্য তার সহযোগিতা চান। এসময় মো. লুৎফুর রহমান তাদের সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতাল পরিদর্শনে আশা মো. লুৎফুর রহমান বলেন, সরকারের সীমিত সম্পদ দিয়ে ইচ্ছা থাকা স্বত্ত্বেও অনেক কাজ করতে পারে না। এ কারণেই বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়। সিলেটে লায়ন্স শিশু হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানাই। অনেক প্রতিবন্ধকতা স্বত্তেও আপনারা ভালো কাজে এগিয়ে আসছেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডাক্তার আজিজুর রহমান, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত, সিইও লায়ন মো. মাহব্বুল হক, ম্যানেজার প্রশাসন লায়ন আবু জাফর , ডেপুটি সিইও লায়ন অঞ্জন কুমার দাস, কনসালটেন্ট ডা. রনজিত দেবনাথ ও মেডিক্যাল অফিসার ডা. র্মীজা ফাহমিদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি