ডায়াবেটিক সমিতির শোক সভায় বক্তারা ॥ অধ্যাপক ডা. এম. এ. রকিব তাঁর কর্মের মধ্যে চিরঞ্জীব হয়ে থাকবেন

72

বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পথিকৃৎ অধ্যাপক ডা. এম. এ. ইব্রাহিম চিকিৎসা জগতের এক কিংবদন্তী হিসেবে স্বীকৃত। অধ্যাপক ডা. এম. এ. রকিব সিলেটের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এক কিংবদন্তী ছিলেন। চিকিৎসা জগতের এক রোল মডেল অধ্যাপক ডা. এম. এ. রকিব। তিনি সিলেটবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। তাঁর কর্মযজ্ঞের ম্েযধ বেঁচে থাকবেন, চিরঞ্জীব থাকবেন।
সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম. এ. রকিবের মৃত্যুতে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত শোক সভায় বক্তারা একথা বলেন। সমিতির সহ-সভাপতি অধ্যাপক এম. এ. আহবাব এর সভাপতিত্বে, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের ইমাম হাফিজ মৌলানা শাহ আলম।
শোক সভায় বক্তারা বলেন, অধ্যাপক ডা. মোঃ আব্দুর রকিব বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি তাঁর জীবনের সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর বহন করেছেন। তাঁকে স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি চিরকাল মানুষের হৃদয়ে অম্লান অক্ষয় হয়ে থাকবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. আলতাফুর রহমান, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য, সদস্য অধ্যাপক ডা. আজিজুর রহমান, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, প্রকৌশলী আইয়ুব আলী, অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী, এডভোকেট মুজিবুর রহমান, সাংবাদিক আফতাব চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, আব্দুস সামাদ নজরুল, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, হাসপাতালের আবাসিক মেডকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এবং মরহুম অধ্যাপক ডা. এম. এ. রকিবের একমাত্র পুত্র সন্তান প্রকৌশলী তানভীর ইবনে রকিব। সভায় মরহুমের একমাত্র কন্যা সন্তান ডা. নায়লা রকিব উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালানা করেন সিলেট কালেক্টরেট মসজিদের ইমাম হাফিজ মৌলানা শাহ আলম। বিজ্ঞপ্তি