জুবায়ের হোসেন দুখু
যুদ্ধে যাবে যুদ্ধে যাবে
খোকা বলে মুখে
স্বাধীন করবে সোনার বাংলা
আশা রাখে বুকে।
বুকে আশা নিয়ে খোকা
মায়ের দোয়া নিলো
স্বাধীন হবে এবার মাগো
মোদের সোনার বাংলো।
যুদ্ধে গেলো সেই যে খোকা
মায়ের দোয়া নিয়ে
আর ফেরেনি ঘরে খোকা
পথ চেয়ে রই মায়ে।
দলে দলে পাক বাহিনী
ছাড়লো সোনার দেশ
স্বাধীন হলো সোনার বাংলা
যুদ্ধো হলো শেষ।
মায়ের কোলে তবু খোকা
এলো না যে ফিরে
মুক্তিযোদ্ধায় শহীদ হয়ে
নাম লেখালো বীরে।