অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন ২০২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রয়োজন থাকবে না। কারণ এরই মধ্যে দেশের মানুষ আর্থিক ভাবে সাবলম্বী হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের উন্নয়ন অগ্রতির জন্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। ইতো মধ্যে বাংলাদেশ বিশ্বের কাছে একটি মডেল রাষ্ট্রে পরিণত হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
গতকাল ২৪ আগষ্ট সকালে অর্থমন্ত্রণালয় কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাকের অনলাইন রিয়েলটাইম ক্রোর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সবিচ ও এম সিদ্দিকা খানম স্বাগত বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার। সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা নিবাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সহ সভাপতি মোঃ মখলিছুর রহমান, হাটখোলা ইউ/পি চেয়ারম্যার মোঃ আজির উদ্দিন, মোগলগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, খাদিমপাড়া, ইউ/পি চেয়ারম্যার এডভোকেট আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, বি আর ডিভি উপ- পরিচালক গোলাম মোস্তাফা সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, কৃষি অফিসার কোহিনুর বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মুনতাকিম আহমদ, যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, পি আই ও নিরোধ চন্দ্র দাস, সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার কর্মকর্তা উপজেলা সমন্বয়কারী আজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী, যুবলীগ নেতা আজাদুর রহমান সামাদ ও আব্দুল কাদির প্রমুখ। উল্লেখ্য ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সিলেটে দুই জন ব্যক্তিকে ব্যাংক থেকে ঋণের টাকা হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি