ভোরের পাখি

22

ফেরদোসী খানম রীনা

ভোরের পাখি করছে ডাকা ডাকি,
ঘুম ভেঙে জলদি খুলি আঁখি।

ভোরের পাখির গানের সুরে,
মন চলে যায় অনেক দূরে।

ভোরের পাখির মিষ্টি গানে,
চেয়ে থাকি তারই পাণে।

ভোরের পাখিটি এত সুন্দর,
সতেজ হয়ে যায় অন্তর।

ভোরের পাখির মধুর গানে,
শিহরণ জাগে প্রাণে।

ভোরের পাখির মধুর কণ্ঠে,
দিন কেটে যায় হাসি আনন্দে।

ভোরের পাখির জন্য আজ
সফল হলো সকল কাজ।

দিনটি গেল মনের মতন
পাখিটি তাই অমূল্য রতন।

বিধাতার এক অপূর্ব সৃষ্টি,
কি মধুর কণ্ঠ অতি মিষ্টি!!.