রুহুল আমিন রাকিব
বৈশাখ মানে দমকা হাওয়া
উড়ায় টিনের চাল
সবুজ ফসল,আমের ক্ষতি
ভাঙে গাছের ডাল।
দুমড়ে যাওয়া ছনের ঘরে
খুব অসহায় কান্না
চিন্তা বারে গরিব দুখীর
খাবার যারা পান না।
কষ্ট বারে পশু পাখির
শিলা বৃষ্টি ঝড়ে
বিকট শব্দে বজ্র পড়ে
হঠাৎ মানুষ মরে।
নয়তো শুধু খুশির আমেজ
সবার চোখে মুখে
বৈশাখ মানে নিঃস্ব রে ভাই
চাপা কান্না বুকে।