মৌ’বাজার ও জৈন্তাপুরে ১২ ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

11

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজার ও জৈন্তাপুরে র‌্যাব-৯ মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ ব্যক্তিকে ৩৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, সোমবার দুপুর দেড়টা হতে বিকেল সাড়ে ৪ টার পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং মোঃ রুহুল আমিন (সহকারী কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার),সানজিদা রহমান (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার) ও শামীমা আফরোজ মারলিজ (সহকারী কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬/১০৪ ধারা ও দঃ বিঃ ১৮৬০এর ২৬৯ ধারা অমান্য করায় শ্রীমঙ্গলের অনয় রায়কে (৫৩), ১ হাজার টাকা, শ্রীমঙ্গল মিরপুরের জয়নাল খানকে (৩০), ২০০ টাকা, শেরপুরের জিল¬ু মিয়াকে ২০০ টাকা, সুলতানপুরের সোহেলকে (২৮) ২০০ টাকা, মৌলভীবাজার সদরের কামরুল ইসলামকে (৩০), ১০০ টাকা, একই জায়গার জহির মিয়াকে (৪১) ১ হাজার টাকা, শেরপুরের সঞ্জয়কে (৩৮) ৪০০ টাকা, সুলতানপুরের অলিকে (২০) ২০০ টাকা, রনিকে (৩০) ১০০ টাকা, সুমনকে (৩০), ৫০০ টাকা ও আবুল হোসেনকে (৩৪) ১ হাজার টাকাসহ সর্বমোট ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।
এদিকে, একই দিন বেলা ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্পে) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং মোঃ মেজবাউদ্দিন (এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দন্ড বিধিআইনের ১৮৬০ সনের ২৬৯ ধারা অমান্য করায় জৈন্তাপুর ঘাটেরচটির আলীম উদ্দিন খানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক অভিযানের জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।