দেশব্যাপী হত্যা নির্যাতনের প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার মানববন্ধন

22
নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা, শিশু মনির হত্যা সহ শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে মানববন্ধন।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার মেধাবী ছাত্রী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা, ঢাকায় শিশু মনির হত্যাসহ ও দেশে ক্রমবর্ধমান শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখা গতকাল শনিবার মানববন্ধন করেছে।
নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় মানববন্ধনে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রেদ্বাউল করীম এর সভাপতিত্বে ও মাদরাসা শাখার সাধারণ সম্পাদক সায়েম ইবনে খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, মাদরাসার সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মারুফ আহমদ, মাদরাসা শাখার সভাপতি ছাত্রনেতা মুশতাক আহমদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন-মাদরাসার সহকারী শিক্ষক আরিফুল হক সরকার, মাওলানা মাইদুল আলম, মাওলানা আব্দুল কাদির, মাদরাসার লতিফিয়া ছাত্র সংসদ এর জি এস মাহমুদুর রহমান, ২২ নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক এফ কে জুনেদ, আব্দুল¬াহ আল মামুন, মাছুম আহমদ জাকি প্রমুখ। বিজ্ঞপ্তি