শ্রীমঙ্গলে বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার

22

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাত্রিকুল কুতুব মিয়ার বাড়ি থেকে বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। ১২ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বসতঘর থেকে বিষাক্ত সাপটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘সাপটি লোকালয়ে এসে কুতুব মিয়ার বসতঘরে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী খবর দিলে সাপটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। সেখানে সাপটিকে একটি খাচায় রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
অপরদিকে সদর ইউনিয়নের শহরতলী ইছবপুর এলাকার সবজি ক্ষেত থেকে বিষাক্ত দাড়াস সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ১০ এপ্রিল বুধবার দুপরে ওই দাড়াস বিষাক্ত সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটি সেবা ফাউন্ডেশনে নিয়ে রাখা হয়।