বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে। উদ্যম, চেষ্টা ও শ্রমের সমষ্টিই সৌভাগ্যের চাবিকাঠি। কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ব্যবসা কারো কাছে সহজ আবার কারো কাছে কঠিন। ব্যবসায় সফল হতে হলে একজন ব্যবসায়ীকে অবশ্যই সৃজনশীল হতে হবে। আর পরিশ্রমি হতে হবে সেটা তো বলাই বাহুল্য। একজন সফল ব্যবসায়ী হতে চাইলে একজন উদ্যোক্তার অনেক গুণ থাকা প্রয়োজন।
তিনি গতকাল সোমবার ১ এপ্রিল দুপুর ১২টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের খয়রুন প্লাজা মার্কেটে প্রিয়জন ফ্যাশন শপের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক জিয়াউল হক জিয়া, পরিচালক আব্দুর রহমান জামিল, পরিচালক মুশফিক জায়গীরদার, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার রহিম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ, সহির প্লাজা ও খয়রুন প্লাজা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তাক আহমদ, সিলেট মিলেনিয়াম ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, জিন্দাবাজারস্থ হাবিব ব্যাংকের ম্যানেজার মোজাহিদ মান্না, নেহার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আয়াত খান, প্রিয়জন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মাসুক আহমদ, ইউরো ফুডসের চেয়ারম্যান সোহেল আল মাহমুদ, ব্যবসায়ী আনছার আহমদ, ইয়াসিন সুমন, আব্দুল্লাহ জিয়া, আবু জাফর কামরান, ইকবালুর রহীম, আবিদ আহমদ উজ্জ্বল, আলা উদ্দিন, সেবুল আহমদ, ফয়সল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি