কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নস্থ শিব বাজারে নির্মাণাধীন মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডর্মিটরি বিল্ডীং নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও সুধীবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিগণের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
৯ অক্টোবর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী ডক্টর সোহেলা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক প্রমুখ।
এছাড়া ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট আজাদুর রহমানসহ মণিপুরী ললিতকলা একাডেমির কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ললিতকলা একাডেমীর সংগীত দলের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিরা উপভোগ করেন।