যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজের আন্তর্জাতিক নারী দিবস পালন

28

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও লাউয়াই পল্লী সমাজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রবিবার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই এলাকায় এ আলোচনা সভা হয়।
ব্র্র্যাক জেলা ব্যবস্থাপক মুহাম্মদ কায়েম উদ্দিনের সঞ্চালনায় ও নেটওযার্কের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা আইনজীবী সিলেটের সভাপতি এডভ্যোকেট সৈয়দা শিরীন আক্তার, এডভোকেট জাকিয়া জালাল, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, মো. এনাম আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য হোসনে আরা বেগম, সাবেক মহিলা সদস্য জুলেখা বেগম, ব্র্র্যাক কর্মসূচী সংগঠন বিউটি রায়, সমাজসেবক নানু মিয়া, নিজাম মিয়া, পল্লী সমাজ নেত্রী মরিয়ম বেগম, সুলতানা বেগম, লায়লা আক্তার, ও এলাকার নারী-পুরুষ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার বহিপ্রকাশ ঘটিয়ে একটি সুনির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। নির্যাতিত নারী ও কন্যাশিশুদের ন্যায়বিচারসহ সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা, পেশাগত উৎকর্ষ ও কার্যকরতা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি