তরুণদের আইসিটিতে দক্ষ হতে হবে – প্রতিমন্ত্রী পলক

38

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি এর সাথে ৪ আগষ্ট শুক্রবার সিলেটে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট আইটি ট্রেনিং সেন্টারের পরিচালকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমদাদ রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী নয়ন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট আইটি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সিলেট আইটি ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ফাহিম জিলানী, মো: মারজান খান প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী এর সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন দেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান দিয়েছিলাম। তা এখন বাস্তবায়িত হয়েছে।
এখন দেশ তথ্য প্রযুক্তিতে দূরত গতিতে এগিয়ে যাচ্ছে ও আরো এগিয়ে যাবে।
তাই তরুণদের আইসিটিতে দক্ষ হতে হবে।
আমরা আইসিটি খ্যাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম তা আজ বাস্তবায়ন হয়েছে।
প্রতিমন্ত্রী সিলেট আইটি ট্রেনিং সেন্টারের কার্যকমকে সাধুবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান করেন। বিজ্ঞপ্তি