সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামীলীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি গতকাল ৩১ মার্চ রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের চেক বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, প্যানেল চেয়ারম্যন-১ জয়নাল আবেদিন, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সদস্য মোহাম¥দ শাহনুর, সদস্য আলমাছ উদ্দিন, সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, সদস্য মুহিবুর রহমান, সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, সংরক্ষিত সদস্য সাজনা হক চৌধুরী, সংরক্ষিত সদস্য হেনা বেগম, সাংবাদিক এম আহমদ আলী, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদানের চেক প্রাপ্তরা হলেন জকিগঞ্জ পৌরসভার বাসিন্দা নজরুল ইসলাম ফারুকী ৫০ হাজার, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার বাকলিয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল মনাফ ৫০ হাজার, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখ পাড়ার মো. চাঁন মিয়া ২০ হাজার, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ঢালি পাড়ার গ্রামের জামাল উদ্দিন ৩০ হাজার এবং দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামের বাসিন্দা আফছারা বেগম কে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি